4:02 pm , September 10, 2024
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বলেছেন, বিএনপি জনগনের দল। এ দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজী করলে কাউকে ছাড় দেয়া হবে না। ছাত্র – জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার স্বাদ প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রি মহল তৎপর রয়েছে। দেশকে নিয়ে এখনও স্বড়যন্ত্র করছে পরাজিত শেখ হাসিনার দালালরা । দলের নেতা তারেক রহমানের নির্দেশে দল চলবে। আগামী নির্বাচনে জনগনের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসবে। সে সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর , বামরাইল ও উজিরপুর পৌর এলাকায় ৩ টি পৃথক পথসভায় প্রধান আতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। সান্টু আরো বলেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি তা হলে কেন দলের নাম ভাঙ্গিয়ে একদল অপকর্ম করছে, তারা কারা। আমি আওয়ামী লীগের কোন নেতাকর্মীর উপর হামলা করতে বলিনি। বিএনপি কোন সন্ত্রাসী দল নয়। এ দলে চাঁদাবাজী চলবে না, আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়ি ঘর দখল চলবে না। কোন হিন্দু বাড়ি আক্রমন করা যাবে না। দলের প্রার্থী যে হোক জনগনের ভোট দরকার। মানুষের মন জয় করে প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তারেক রহমানকে দেশে আনতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। সকাল ১০টায় শিকারপুর বন্দরে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর বর মিয়ার সভাপতিত্বে আনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মল্লিক, এস এম আলাউদ্দিন , সরোয়ার হোসেন, মো: সাখাওয়াত হোসেন, সরদার সিদ্দিকুর রহমান, যুবদলের আহবায়ক আ.ফ.ম. শামসুদ্দোহা আজাদ, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদার। ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, দলের সঠিক কর্মীরা দু:সময় পালিয়ে যায় না আর সু-সময় চরিত্র হারায় না। সে কারনে বিএনপির নেতাকর্মীদের উচিৎ ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে আগামী নির্বাচনে দলের প্রার্থীকে জয়ী করানো।