4:21 pm , September 9, 2024
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে হুমকি দিয়ে প্রায় ১১ মাস জেল খাটা সেই মাহমুদ কাজী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে গেছেন। সোমবার বরিশাল সাইবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না-মঞ্জুর করে মাহমুদ কাজী কে কারাগারে পাঠানো আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি নাজমুল হোসেন। জানাগেছে, মঠবাড়িয়ার দেবত্র গ্রামের সালমা আক্তার নামে এক নারী ২০২৩ সালে মাহমুদ কাজীসহ ৫ জনের নামে বরিশাল সাইবার আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল এর আদেশ দেন। থানা পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পাওয়ার পর আদালত মাহমুদ কাজীসহ ওই মামলার অন্যান্য আসামিদের প্রতি সমান জারি করেন। সোমবার ধার্য্য তারিখে মাহমুদ কাজী, আলকাজ ও চম্পা বেগম আদালতে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত আলকাজ ও চম্পা বেগমের জামিন মঞ্জুর করেন এবং মাহমুদ কাজী কে কারাগারে পাঠানোর আদেশ দেন।