4:20 pm , September 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করা হয়। এদিকে নিয়োগ পাওয়ার পরপরই গতকাল শেষ বিকেলে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে রিলিজ (অবমুক্ত) নিয়েছেন তিনি। তার স্থলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন বিসিসির সচিব মাসুমা বেগম। ইসরাইল হোসেন বলেন, সোমবার বিকেলেই আমি বিসিসি থেকে রিলিজ নিয়েছি। আমার স্থলে সচিব সিইও হিসাবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য চলতি বছরের জানুয়ারী মাসে বিসিসির সিইও হিসাবে যোগদান করেছিলেন ইসরাইল হোসেন। এর আগেও তিনি বিসিসির নির্বাহী ম্যাজিষ্ট্রেট,সচিব ও সিইও হিসাবে দায়িত্ব পালন করেছেন।