4:19 pm , September 9, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
মামলা দায়েরের আগে থেকে বিদেশে অবস্থানরত কেন্দ্রীয় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু গতকাল সোমবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তার (সান্টু) জামিন মঞ্জুর করেছেন। এছাড়া আসামি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। ওই আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে বলেও বেঞ্চ সহকারী উল্লেখ করেন।
সূত্রমতে, এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের ২০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ছিলেন। এছাড়া তিনি বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক। বিএনপি নেতার আইনজীবী হাফিজ উদ্দিন আহমেদ বাবলু বলেন, যে ধারায় মামলা করা হয়েছে। সে ধারা জামিনযোগ্য। তাই বিচারক তাকে জামিন দিয়েছেন।
তিনি আরও বলেন, মামলার বাদি দেখেননি কিংবা তার কথা শুনেননি। শোনা কথার ভিত্তিতে রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলা করা হয়েছে। তাই মামলা থেকে বিএনপি নেতা সরফুদ্দিন আহম্মেদ সান্টু অব্যাহতি চেয়েছেন। অব্যাহতির আবেদনের শুনানি আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন উপজেলার গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতাহার আলী খান। মামলায় সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে একমাত্র আসামি করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মোবাইল ফোনালাপের মাধ্যমে আক্রমণাত্মক তথ্য উপাত্ত প্রেরণ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম করাসহ সহায়তার অভিযোগ আনা হয়।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন মামলায় আনা অভিযোগ তদন্ত করে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অভিযুক্ত করে ২০১৯ সালের ১৫ মে আদালতে চার্জশিট জমা দেয়। বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, বর্তমানে মামলা চার্জ গঠনের পর্যায়ে ছিলো।