নগরীতে শ্রমিক দলের বিক্ষোভ নগরীতে শ্রমিক দলের বিক্ষোভ - ajkerparibartan.com
নগরীতে শ্রমিক দলের বিক্ষোভ

4:18 pm , September 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ষ্টেডিয়াম কলোনীতে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে জখম এবং শিল্পাঞ্চলে সন্ত্রাস এবং বিশৃঙ্খলা তৈরির প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক। মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, জেলা শ্রমিক দল সভাপতি আলহাজ্ব আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের চিহ্নিত সন্ত্রাসীরা এখনো ঘাপটি মেরে আছে। বরিশালে এদেরই হামলার শিকার হয়েছে শ্রমিক দলের আলমসহ বেশ কয়েকজন। তারা দেশকে অস্থিতিশীল অবস্থায় রাখতে শিল্পাঞ্চলে এই সন্ত্রাসীরা তাদের কর্মকা- চালাচ্ছে। যাতে করে অর্থনৈতিক ভাবে দেশ পিছিয়ে পড়ে। এদের প্রতিহত করার এখনই সময় বলে মনে করেন বক্তারা। এসময় তারা নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান করেন জানিয়ে বক্তারা বলেন, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বাংলাদেশে কোন প্রকার চাঁদাবাজি, দখলদারিত্ব ও নব্য বিএনপি সহ পালিয়ে থাকা সন্ত্রাসীদের বিএনপিতে কোন স্থান হবে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময়- একজন শ্রমিক বলে গর্ব করতেন, আর আজকের শ্রমিকদল সেই আদর্শ ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরের একটির বিক্ষোভ মিছিল বের করে।  যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT