3:29 pm , September 9, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ থেমে নেই আওয়ামী ও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ। নগরীর ভাটিখানায় হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে আওয়ামী ও ছাত্রলীগ সন্ত্রাসীরা। গতকাল সোমবার ভাটিখানা কাজি বাড়ী মসজিদ সংলগ্ন এলাকায় সিরাজুল ইসলামের বাড়িতে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারীরা হচ্ছে- আঃ বাকের ওরফে বাকী ও তার দুই সন্ত্রাসী পুত্র সাইফুল্লাহ সায়েম ও সোয়াইব হোসাইন এবং তাদের সহযোগী টুটুল, সিয়াম, সেলিনা আক্তারসহ অজ্ঞাত আরো ৪/৫ জন। অভিযোগ রয়েছে স্থানীয় কাউন্সিলর এদের মদদ দিয়ে আসছেন। সিরাজুল ইসলাম বলেন, আঃ বাকের ও ও তার দুই সন্ত্রাসী পুত্র সাইফুল্লাহ সায়েম ও সোয়াইবসহ অন্যান্য সন্ত্রাসীরা দীর্ঘদিন দিন ধরে আমি ও আমার পরিবারের উপর হুমকি ধামকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার আঃ বাকের ও ও তার দুই সন্ত্রাসী পুত্র সাইফুল্লাহ সায়েম ও সোয়াইবসহ অন্যান্যরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে আমার পরিবারের সদস্যদের বের করে বাড়ি দখল করে নেয়। এরপর শুরু হয় তাদের ভাংচুর ও লুটপাট। ভাংচুর চালিয়ে আমার পুরো বাড়ী তছনছ করে দিয়েছে সন্ত্রাসীরা। এছাড়া চালানো হয় লুটপাট। আমার বাসায় থাকা ফ্রিজ, টেলিভিশন, ১০ ভরি স্বর্ণালংকার, ঘরে থাকা ১০টি জমির দলিল ও মেয়ের সার্টিফিকেটসহ ৫০ লক্ষাধিক টাকা মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির বাইরে দাড়িয়ে নির্বাক হয়ে দেখা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। উপায়ান্তু না পেয়ে আমি ৯৯৯ এ কল দিয়ে সাহায্য চাইলে সেনাবাহিনী এসে আমাদের সহায়তা করেন। এসময় সেনাবাহিনীর সদস্যরা সাইফুল্লাহ সায়েম ও সোয়াইব হোসাইনকে ধরে নিয়ে যায়। এ ঘটনা মামলা দায়ের করা হবে জানান তিনি। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, আঃ বাকের ভুয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার পরিচয় নিয়ে তার সন্ত্রাসী পুত্রদের নিয়ে দীর্ঘদিন এলাকার বিভিন্ন মানুষের উপর হুমকি-ধামকি ও দখলবাজি চালিয়েছে। এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন অভিযোগের তদন্ত চলছে।