বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের খোজ খবর নিলেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের খোজ খবর নিলেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান - ajkerparibartan.com
বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের খোজ খবর নিলেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান

3:29 pm , September 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অনুদান দিলেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল আহসান হাসান। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে তিনি আহতদের বাড়ি বাড়ি গিয়ে এ অনুদান দেন। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ৩নং ওয়ার্ডের ছাত্র-জনতা। তাদের মধ্যে চৌমাথা এলাকায় অন্দোলন চলাকালে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে সিয়াম, জামাল খান, দুলাল হাওলাদার, সুজন গাজী ও আরিফ ফকিরকে দেখতে যান, আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল আহসান হাসান। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাদেরকে ভুলে গেলে চলবে না। এই সাহসী সন্তানদের বিপদে আপদে পাশে থাকতে হবে। সমাজের সবাইকে মিলেমিশে দেশের কল্যানে কাজ করার জন্য পরামর্শ দেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT