3:28 pm , September 9, 2024
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এঘটনায় বিচারের দাবিতে সোমবার বিকালে ভুক্তভোগী মিহির ভক্ত (৩৪) ভান্ডারিয়া অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নে সংবাদ সম্মেলন করেছেন। আহত মিহির ভক্ত উপজেলার পৈকখালী গ্রামের সুধীর ভক্তের ছেলে। ভুক্তভোগী মিহির ভক্ত সংবাদ সম্মেলনে বলেন, অস্ট্রেলিয়া প্রবাসী মো: কামরুজ্জামানের মালিকানাধীন ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামে দ্বীপ হ্যাচারী এগ্রো লিমিটেড এর ম্যানেজার হিসাবে দ্বায়িত্বে রয়েছি এবং হ্যাচারী সংলগ্ন আমার বাড়ি। কিন্তু ম্যানেজার হিসাবে দায়িত্ব পালনকালে গত ২ আগষ্ট সকাল ১০টার দিকে একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক সিকদার, মনির সিকদার ও খালেক সিকদারের ছেলে রিয়াজ সিকদারের নেতৃত্বে ১০/১২ জনের একটি দুর্বৃত্তের দল দা,লাঠি সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হ্যাচারিতে প্রবেশ করে ভয়ভীতিসহ হুমকি প্রদান করে এবং ব্যবসা চালাতে হলে দুই দিনের মধ্যে ৫ লাখ টাকা দিতে হবে বলে জানিয়ে দেয়। মিহির ভক্ত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে গত ৫ আগষ্ট দিবাগত রাত ১ টার দিকে হ্যাচারী থেকে পাহারা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা দা দিয়ে কুপিয়ে তার মাথা সহ বাম পায়ের হাটু ও বাম হাত সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তারা হ্যাচারীর স্টোর রুমের দরজা ভেঙ্গে ৫ বস্তা মাছের খাদ্য এবং সেখানে থাকা মুরগীর ফার্মটি ভেঙ্গে ফেলে। এতে ব্যাপক ক্ষতি সাধন হয়। পরে তাকে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা খবর পেয়ে মিহির ভক্তকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তিনি সকল সন্ত্রাসীদের বিচার দাবি জানান।