আওয়ামী লীগ যোগ্য চিকিৎসকদের হয়রানি করে রোগী ও রাষ্ট্রের ক্ষতি করেছে আওয়ামী লীগ যোগ্য চিকিৎসকদের হয়রানি করে রোগী ও রাষ্ট্রের ক্ষতি করেছে - ajkerparibartan.com
আওয়ামী লীগ যোগ্য চিকিৎসকদের হয়রানি করে রোগী ও রাষ্ট্রের ক্ষতি করেছে

4:16 pm , September 5, 2024

বরিশালে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ড্যাব এর নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক ॥ স্বৈরাচারী আওয়ামী লীগের শাসন ও শোষনে যোগ্য চিকিৎসকদের বদলির নামে হয়রানি করেছে। এতে জনগন, রোগী ও রাষ্ট্রের ক্ষতি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হেসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সাথে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর শেবাচিম শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশ উন্নয়নের নামে টাকা পাচার করেছে। প্রকল্প চালু করার আগেই টাকা পাচার করা হয়েছে। তাই এই স্বৈরাচারী আওয়ামী লীগ হটানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবদান আমাদের মনে রাখতে হবে সারাজীবন।
বেলা ১২ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব এর বরিশাল জেলা সভাপতি ডা. মো. কবিরুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী শাসন ও শোষণে চিকিৎসকরা সবচেয়ে বেশী নির্যাতন আর হয়রানির শিকার হয়েছে। ড্যাব’র রাজনীতির সাথে সম্পৃক্ত এমন চিকিৎসকদের পদোন্নতি বঞ্চিত করাসহ একাধিকবার বদলি ও শারীরিক নির্যাতন করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তাসহ আহতদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর চিকিৎসকবৃন্দ। আগামীতে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের পাশে থাকবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
অনুষ্ঠানে সঞ্চালক ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমান বলেন, ইতোমধ্যে স্বৈরাচারী আওয়ামী, স্বাচিপ ও তাদের সমর্থনকারী সহ বন্ধু-বান্ধব ও স্বজনকে দেশজুড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাই বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনের জন্য বরিশাল তথা শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই স্বাচিপ ও তাদের সমর্থনকারীদের এড়িয়ে চলতে হবে।
এর আগে সভা শুরুর প্রথমেই দুই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় অতিথি ছিলেন, ডা. নজরুল ইসলাম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, শেবাচিম শাখার ড্যাবের কোষাধ্যক্ষ ডা. এস আবদুর রহিম, যুগ্ম সম্পাদক ডা. মো. ফয়সাল আহম্মেদ, ডা. আবদুল মোনায়েম সাদ, ডা. রেজা, ডা. রুশো, ডা. মেহেদি, ডা. মনির, ডা. ফয়সাল, এনডিএফএ এর সহ-সভাপতি ডা. মহাসিন হাওলাদার ও সাধারণ সম্পাদক ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হোসেনের পিতা মো. আলমগীর হোসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র পিতা মো. জাকির হোসেন। মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর পিতার হাতে দুই লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সভা শেষে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে এ্যানেসথেসিওলজী বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. শাফিকুল ইসলাম’র পরিচালনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT