হিজলায় ইপিআই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ হিজলায় ইপিআই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ - ajkerparibartan.com
হিজলায় ইপিআই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ

4:13 pm , September 5, 2024

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা মোঃ লোকমান মিয়ার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
তার বিরুদ্ধে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, দুর্নীতি দমন কমিশন,সিভিল সার্জন এবং হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।  এতে উল্লেখ করা হয় ‘করোনাকালীন সময় থেকে লোকমান মিয়া বেপরোয়া হয়ে উঠে।তিনি সকল কর্মচারীদের সাথে স্বেচ্ছাচারিতা করে আসছেন।
স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুস ছাত্তার বলেন, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কর্যক্রম এর ভাতাদি উত্তোলন করে আমাদের দেয়নি।এছাড়াও তিনি অধিদপ্তরের ভাতাদি থেকে আমাদের কাছ থেকে ২৫ শতাংশ কর্তন করেন। তিনি ২০২২ সালে অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের সমুদয় অর্থ হাতিয়ে নেয়।
ইপিআই কর্মকর্তা মোঃ লোকমান হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন।
বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত টিম করেছি। অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT