শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করবে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করবে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা - ajkerparibartan.com
শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করবে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা

4:13 pm , September 5, 2024

ছাত্র-শিক্ষক মতবিনিময় সভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক ॥ ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ধরনে সমস্যা সামাধানে না যাওয়ার সিদ্বান্ত নিয়েছে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোন ধরনের ঝামেলায় না জড়িয়ে বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করবে তারা। গতকাল বৃহস্পতিবার শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভায় এ সিদ্বান্ত নেয়া হয়েছে। বিরোধীয় জমির দ্বন্ধ নিরসন নিয়ে বরিশাল বিশ^বিদ্যালয় ও সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের সাথে মঙ্গলবার রাতভর সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় অংশ নেয়া বিশ^বিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, বিএম কলেজ শিক্ষার্থীদের সাথে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়েছে। তারা সিদ্বান্ত নিয়েছে এখন থেকে কারো সমস্যা সমাধানে তারা যাবে না। তাদের মুল কাজ পাঠগ্রহন, পরীক্ষা দেয়াসহ একাডেমিক কাজ করা। এখন থেকে তারা এ কাজ করবে। কোন সমস্যা হলে, সেই সমস্যা সমাধানে প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে গঠন করা কমিটি কাজ করবে। মুলত বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবমূতি নষ্ট হয় এমন কোন কাজ তারা করবে না। বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখে সবাই সম্মান করবে সেই লক্ষ্য নেয়া হয়েছে। দুপুর ২ টায় বরিশাল বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে ওই মতবিনিময় সভা হয়। সভায় শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বর্তমান পরিস্থিতি থেকে শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য শিক্ষার্থীদের মতামত নেয়। শিক্ষার্থীরা তাদের সার্বিক মতামত তুলে ধরেন। শিক্ষকরা শিক্ষার্থীদের মতামত আমলে নিয়ে সুষ্ঠু সমাধানের জন্য পরবর্তী পদক্ষেপ নেয়ার আশ^াস দিয়েছেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা মৌখিকভাবে শিক্ষকদের কাছে তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন। তাদের প্রস্তাবিত মৌখিক দাবিগুলোর মধ্যে রয়েছে,  বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্রিয়াল বডি না থাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার ও বিভিন্ন সমস্যার জন্য সাময়িক একটি নিরাপত্তা কমিটি গঠন করা।  শিক্ষার্থীরা যেন তাদের বিভিন্ন সমস্যা কমিটিকে অবহিত করতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত শিক্ষার্থীরা নিজেরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন নিয়ে বাইরে কোথাও যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রত্যেক বিভাগ থেকে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা। যে কমিটি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করবে ও শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরবে। শিক্ষার্থীরা এখন থেকে বাইরের কোন সমস্যা সমাধানে যাবে না বলে একমত পোষণ করে। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় ফিরে তাদের মূল কাজ অধ্যায়ন সেদিকে মনোনিবেশ করবে। কোন শিক্ষার্থী যদি নিজ উদ্যোগে বাইরের কোন সমস্যা সমাধানে যায় সেই দায়ভার সেই শিক্ষার্থীদের ও ঐ বিভাগের শিক্ষার্থী প্রতিনিধির। বিএম কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর অমানবিক সন্ত্রাসী হামলা চালিয়েছে সেই সমস্ত দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ড. মোঃ শফিউল আলম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম,পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজ আলম।
মতবিনিময় সভার আহ্বয়ক ড. মো. শফিউল আলম বলেন, সাম্প্রতিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে যে অনাকাঙ্খিত  ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে এই বিষয়ে বিভাগীয় কমিশনার ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছেন। যে কমিটিতে বিশ্ববিদ্যালয়েরও একজন শিক্ষক প্রতিনিধি আছেন। কমিটি বিষয়গুলো বিচার বিবেচনা করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষার্থীদের দাবিগুলো কমিটির কাছে উপস্থাপন করবেন। কমিটির প্রতি তিনি শিক্ষার্থীদের আস্থা রাখতে বলেন। শিক্ষার্থীদের উপস্থাপিত মৌখিক দাবির মধ্যই সুন্দর একটা সমাধান উঠে এসেছে। দাবিগুলো নিয়ে আমরা দ্রুত কাজ শুরু করব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT