4:11 pm , September 5, 2024
খবর বিজ্ঞপ্তি ॥ ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদে’ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
উদ্বোধন শেষে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বৃক্ষমেলার মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের প্রতি আগ্রহী করে তোলা এবং বৃক্ষরোপণ অভিযানকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সবচেয়ে জলবায়ুর ঝুঁকিতে থাকা একটি দেশ। প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে দেশটি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে প্রাণ-প্রকৃতি ওজীববৈচিত্র্যসমৃদ্ধ টেকসই পরিবেশ গড়ে তুলতে বৃক্ষায়ন ও বনায়ন কর্মসূচিকে সম্প্রসারিত করতে হবে। একটি দেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৪০ ভাগ বনায়ন বা সবুজায়ন থাকার কথা। সেখানে দেশে আছে ১৭.২ শতাংশ। পৃথিবীতে বৃক্ষের পরিমাণ হ্রাস পেতে থাকলে এক সময় মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হবে। এমনকি এটি মানবজীবনের জন্য অত্যন্ত মারাত্মক হয়ে উঠতে পারে। উদ্ভিদ ও পরিবেশ বিজ্ঞানীরা এ আশঙ্কায় উদ্ভিদ নিধনকে অত্যান্ত ক্ষতিকর বলে তুলে ধরেন এবং বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় অর্ধশতাধিক স্টল রয়েছে। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।