4:10 pm , September 5, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক মার্স পূর্ণ হওয়াতে শহীদদের স্মরণে নগরীতে শহীদি মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করে। এসময় তারা আজকের এই দিনে মুগ্ধ তোমায় মনে পড়ে, চব্বিশের সৈনিকেরা তোমাদের ভুলিনি আমারা এমন শ্লেগান দেয়। এরপর শহীদি মার্চ নথুল্লাবাদ হয়ে ফের ব্রাজমোহন কলেজে আসে। এসময় বক্তারা বলেন, আমাদের সজাগ থাকতে হবে পরাজিত ফ্যাসিস্ট অন্য কারো উপর ভড় করে ফের ফিরে না আসতে পারে। তাছাড়া কোন অন্যায় আবদারের কাছে আমরা মাথা নত করবোনা বলে মত প্রকাশ করেন।