4:24 pm , September 4, 2024

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন হাটবাজার গ্রামগঞ্জে মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। এর ছোবল থেকে রেহাই পাচ্ছেনা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান নেই প্রশাসনের। তাই প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
জানাযায়, পুরনো মাদক ব্যবসায়ীরা নতুনভাবে পদ্ধতিতে মাদক সরবরাহ করে আসছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা জড়িয়ে পড়ছে মাদক ব্যবসার সাথে। বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানাগেছে, উপজেলার ৬ টি ইউনিয়নে সক্রিয় রয়েছে এসব মাদক ব্যবসায়ীরা।ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজার,মাটিয়ালা গ্রাম,ধুলখোলা বাজার,হিজলা গৌরবদী ইউনিয়নের চরকুশরিয়া,শাওড়া বাজার,মেমানিয়া ইউনিয়নের কাচিকাটা ব্রীজ,খাগেরচর সংলগ্ন মুজিব কিল্লা,হরিনাথপুর ইউনিয়নের লঞ্চঘাট,চরছয়গা বাজার,বরজালিয়া ইউনিয়নের শ্রীপুর,মেঘনা বাজার,কাইসমা বাজার সহ বিভিন্ন স্থানে বসে মাদক কেনাবেঁচা চলে। উপজেলার সবচেয়ে ভয়াবহ মাদকের ছোবল রয়েছে গুয়াবাড়িয়া ইউনিয়নে। রাত গভীর হলেই মাদক ব্যবসায়ীরা নেমে পড়ে বাজার কিংবা রাস্তাঘাটে। কাউরিয়া বাজার,বড়দা বাবুর মঠ,মৌলভীর হাটের তালতলা,মাউলতলা আশ্রায়ন প্রকল্প সহ কয়েকটি স্থানে মাদক সরবরাহ হয়।এসব মাদক ব্যবসায়ীদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেনা স্থানীয়রা।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর বলেন, মাদক বিক্রেতারা যুব সমাজ কে অন্যায়ের পথে ধাবিত করছে। তাই মাদকের বিরুদ্ধে আমরা যৌথ অভিযান পরিচালনা করবো।