৩৩ বছরের শিক্ষকতা জীবনের অবসান শেষে অবসরে গেলেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন ৩৩ বছরের শিক্ষকতা জীবনের অবসান শেষে অবসরে গেলেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন - ajkerparibartan.com
৩৩ বছরের শিক্ষকতা জীবনের অবসান শেষে অবসরে গেলেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন

4:22 pm , September 4, 2024

পরিবর্তন ডেস্ক ॥ ১৯৯১ সনে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন। এরপরে ২০১১-২০১৬ বরিশাল জিলা স্কুলে সহকারি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সনে শুরু হওয়া নতুন স্কুল রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় (যাহা পরবর্তীতে শহীদ আঃ রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় নামকরণ হয়) এর প্রধান শিক্ষক হন। ২০১৬-২০২৩ রব সেরনিয়াবাত স্কুলে সফলতার সাথে দাযিত্ব পালন শেষে ২০২৩ এর ১ অক্টোবর বরিশাল জিলা স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পান, সেখানে ১১ মাস ৪ দিন চাকুরী শেষে অবসরজনিত ছুটিতে গেলেন। কর্মক্ষেত্রের প্রতিটি স্থানেই পাপিয়া জেসমিন তার কর্ম নিষ্ঠা আর সততার স্বাক্ষর রেখেছেন , যে কারনে নগরীতে একজন আদর্শ ও ন্যায়নিষ্ঠ শিক্ষক হিসেবে তিনি পরিচিত। তিনি একজন সাংস্কৃতিক সংগঠক ও মহিলা পরিষদ নেত্রী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT