নগরীর চার থানায় অস্ত্র জমা পড়েছে ৯৪টি নগরীর চার থানায় অস্ত্র জমা পড়েছে ৯৪টি - ajkerparibartan.com
নগরীর চার থানায় অস্ত্র জমা পড়েছে ৯৪টি

4:21 pm , September 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বেধে দেয়া সময়ের মধ্যে বরিশাল মহানগর পুলিশের ৪ থানায় ৯৪টি অস্ত্র জমা পড়েছে। সোমবার শেষ দিনে এ অস্ত্র জমা পড়েছে মহানগর পুলিশ জানিয়েছে। ২০০৯ সালের ৬ জানুয়ারী থেকে ২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত ব্যক্তি পর্যায়ের লাইসেন্স দেয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়। বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সুত্র জানিয়েছে, এ সময়ের মধ্যে বরিশাল জেলা ও মহানগর এলাকার বাসিন্দাদের জন্য ১৯৫টি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। এর মধ্যে সরকারী কর্মকর্তা, সামরিক অফিসারদের জন্য দেয়া অস্ত্র এ সিদ্বান্তের বাইরে রয়েছে। মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তার থানা এলাকায় ৯৮টি লাইসেন্সধারী অস্ত্র রয়েছে। এর মধ্যে কোতয়ালী মডেল থানায় জমা পড়েছে ৭১টি। ২৪ টি জমা পড়েনি। বন্দর থানার ওসি বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, তার থানা এলাকায় ৯ টি লাইসেন্সধারী অস্ত্র রয়েছে। এর মধ্যে দুইটি জমা পড়েছে। এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন জানান, তার থানা এলাকায় ১০টি লাইসেন্সধারী অস্ত্র রয়েছে। এরমধ্যে জমা পড়েছে ৭টি। কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, তার থানায় ২৬টি অস্ত্র রয়েছে। এর মধ্যে জমা পড়েছে ১৪টি।
পুলিশ কমিশনার কার্যালয় সুত্র জানিয়েছে, নগরীর স্থায়ী ঠিকানা দেখিয়ে অনেকে অস্ত্রের লাইসেন্স নিয়েছেন। কিন্তু তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস করেন। তারা কাছাকাছি থানায় অস্ত্র জমা দিতে পারেন। সেই হিসেব এখনো আসেনি। এলে কত অস্ত্র জমা পড়েছে তা বলা যাবে। মহানগরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা অস্ত্র জমা দেয়নি, তারা আইনে ঝামেলায় পড়বেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালে ৬ জানুয়ারীর পর আওয়ামী লীগের অনুসারী নেতাকর্মীরা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। গত ৫ আগষ্টের পর তারা অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই তারা অস্ত্র জমা দিতে পারেনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT