4:04 pm , September 2, 2024
ব্যাটারিচালিত রিক্সা বন্ধের দাবীতে
নিজস্ব প্রতিবেদক ॥ সদর রোড সহ গুরুত্বপূর্ণ সড়কে ইজিবাইক ও অটোরিকশা চলাচল নিষিদ্ধের দাবীতে নগরীতে বিক্ষোভ সমাবেশ পালন করেছে প্যাডেল রিকশা চালকরা। সোমবার সকাল ১১ টার দিকে নগরীর টাউন হল প্রাঙ্গনে এই কর্মসূচি পালক করেছে তারা। এসময় তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। সমাবেশে প্যাডেল রিকশা চালকরা সদর রোড সহ নগরীর অতিগুরুত্বপূর্ন সড়ক গুলোতে ইজিবাইক ও অটোরিকশা চলাচল নিষিদ্ধের জোর দাবি জানান। তারা বলেন চৌমাথা থেকে সদর রোড, নতুন বাজার থেকে সদর রোড, বাংলা বাজার থেকে সদর রোড ও জেলখানা মোড় থেকে লঞ্চঘাট এলাকায় কোনো ইজিবাইক ও অটোরিকশা চলতে পারবে না। এর আগে গত ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কাকলীর মোড়ে এসে অবস্থান নেয় প্যাডেল রিকশা চালকদের একটি দল। এসময় তারা কাকলীর মোড় ও সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ মিছিল করে।