4:04 pm , September 2, 2024
ভোলা প্রতিবেদক ॥ ভোলার বঙ্গের চর থেকে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ বাহাদুর বাহিনীর প্রধানসহ ২ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড এর লে: কমান্ডার এইচএমএম হারুর অর রশিদ স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে জানা যায়, দীর্যদিন ধরে মেঘনা নদীতে জেলেদের জাল ও মাছ ডাকাতি হচ্ছে। এমন সংবাদে ভোলার কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় গতরাত ১০টায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুর ও তার সহযোগী ইকবাল হোসেনকে আটক করে। এসময় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র,১৫ রাউন্ড তাজা গুলি,২০টি দেশীয় অস্ত্র এবং নগদ ১লাখ ১৫হাজার টাকা উদ্ধার করে। আটককৃতরা সদর উপজেলার ধনিয়া ও রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। আটকের পর অস্ত্রসহ ভোলা সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।