3:58 pm , September 2, 2024

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদেস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু দীর্ঘ ৬ বছর পর আজ মঙ্গলবার তার নির্বাচনী এলাকা উজিরপুর -বানারীপাড়ায় আসছেন। তাকে বরণ করতে দু উজিরপুর ও বানারীপাড়ার দলের কয়েক হাজার নেতাকর্মী একত্রিত হচ্ছেন। বরিশাল-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে সরফুদ্দিন আহম্মেদ সান্টু ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে হামলা ও একাধিক গায়েবী মামলার আসামী হন। মামলার কারণে তিনি দীর্ঘ ৬ বছর উজিরপুর ও বানারীপাড়ার মাটিতে পা দিতে পারেননি। তাকে বরণ করতে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মল্লিক এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর আগমনের সত্যতা নিশ্চিত করেছেন। উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জসিম হাওলাদার বলেন, দলের দু:সময়ের কান্ডারী সরফুদ্দিন আহম্মেদ সান্টু আমাদের পাশে ছিলেন। তিনি নিজে মামলার আসামী হয়েও আমাদের মামলার সব খরচ বহন করেছেন। আমরা ১৫ বছর ধরে তার দিক নির্দেশনায় দলের জন্য কাজ করেছি। আজ তিনি উজিরপুরের মাটিতে পা দেবেন। আমরা তাকে বরণ করতে প্রস্তুত। উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম খান বলেন, ওয়ান ইলেভেনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সরফুদ্দিন আহম্মেদ সান্টু দু:সময় বিএনপিকে সংগঠিত করেছেন। তার দেয়া দিক নির্দেশনায় অতীতের যে কোন সময়ের চেয়ে উজিরপুর ও বানারীপাড়ায় বিএনপি শক্তিশালী।