3:56 pm , September 2, 2024

বানারীপাড়া প্রতিবেদক ॥ দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদের চাচাতো ভাই কাজী মোস্তাফিজুর রহমান(৬৮)ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল বাদ আছর উপজেলার সলিয়াবাকপুরের মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী,দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাজায় দৈনিক পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।