ঝালকাঠিতে বৈধ অস্ত্র ফেরত পাওয়ার দাবীতে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ঝালকাঠিতে বৈধ অস্ত্র ফেরত পাওয়ার দাবীতে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
ঝালকাঠিতে বৈধ অস্ত্র ফেরত পাওয়ার দাবীতে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

3:51 pm , September 1, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ বৈধ অস্ত্র দ্রুত ফেরত পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ঝালকাঠির গাভারামচন্দ্রপুর ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম খান লিটন। রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শহরের পূর্ব চাঁদকাঠিস্থ নিজ বাসভবনে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  সংবাদ সম্মেলনে বলেন, আমি একজন প্রথম শ্রেণির ঠিকাদার। নিজ ইউনিয়নে সমাজসেবাসহ ও স্থানীয় সালিশ বিচারের কাজে নিয়োজিত থাকি। ২০০৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম অংশ নেই এবং ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হই। ২০০৯ সালে আমার প্রতিপক্ষ গাভারামচন্দ্রপুর ইউনিয়নের তৎকালিন চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর হোসেন ও তার সন্ত্রাসী পুত্রসহ দলবল নিয়ে আমাকে দেশীয় অস্ত্র দিয়ে খুন করার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে যায়। ঝালকাঠি সদর হাসপাতাল, বরিশাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসা নেই। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা ও পরিবারের নিরাপত্তার জন্য ২০১১ সালে লাইসেন্সকৃত ১২ বোর একটি শর্টগান  ক্রয় করি। শর্টগানটি বহনে কষ্টসাধ্য হওয়ায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আরেকটি লাইসেন্সকৃত ৩২ বোর পিস্তল ক্রয় করি এবং সরকারের নিয়মিত ভ্যাট ট্যাক্স পরিশোধ করে আসছি।
জেলা আ.লীগের সভাপতি সরদার শাহ আলমের ভাইগ্না ও ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানীসহ আ.লীগ নেতারা ২০১৬ সালে  ৫টি গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছিল। ২০২১ সালে ইউপি নির্বাচনের আ.লীগের নির্বাচনী অফিস নিজেরা পুড়েয়ে আমার নামে মিথ্যা আরো গায়েবী মামলা দেয়। গাভারামচন্দ্রপুর ইউনিয়নটি ৩টি থানার সীমানায় অবস্থিত হওয়ায় অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হওয়ার কারণে তার ও পরিবারের সুরক্ষার জন্য বৈধ অস্ত্র সবসময় সাথে রাখা আবশ্যক ছিল। পিস্তল সবসময় তার নিরাপত্তার জন্য সাথে থাকে এবং শর্টগানটি বাসার নিরাপত্তার জন্য বাড়িতে থাকে। ২০১৬ সালে  ইউপি নির্বাচন চলাকালিন সময় প্রতিপক্ষ তার ছোট ভাই প্রিন্সকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
বর্তমানে সরকারের নির্দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি ২সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানায় অস্ত্র দুটি জমা দেয়ার ব্যবস্থা করেন। তিনি বলেন,  অস্ত্র জমা দেয়ার পর আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি । প্রশাসনের নিকট অস্ত্র দুটি দ্রুত ফেরত পাওয়ার আবেদন করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT