3:47 pm , September 1, 2024

পরিবর্তন ডেস্ক ॥ মাহামুদিয়া মাদ্রাসার এডহক কমিটিকে বৈধ বলে ঘোষণা করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওবায়েদুর রহমান মাহবুবের করা একটি আবেদন বাতিল ঘোষণা করা হয়েছে।সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার এবিএম সিদ্দিকুর রহমান খান এর স্বাক্ষরিত প্রত্যয়নে জানা গেছে, ২০২৩ সালের ২৪ মে আমানতগঞ্জস্থ জামিয়া আসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওবায়েদুর রহমান মাহবুব জেলা প্রশাসক বরিশালকে সভাপতি করে গঠিত এডহক কমিটি কেন অবৈধ হবে না এ সংক্রান্ত একটি রিট পিটিশন দাখিল করেন। ২৯ আগষ্ট ২০২৪ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের মহামান্য বিচারক মোস্তফা জামান ইসলাম ও মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চে শুনানী শেষে আবেদনটি খারিজ করে দেন এবং জেলাপ্রশাসক বরিশালকে সভাপতি করে গঠিত ১৯ সদস্যের এডেহক কমিটিকে বৈধ বলে ঘোষণা করেন। এ কমিটি আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলেও আদেশ লিপিতে উল্লেখ করা হয়েছে।