উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে - ajkerparibartan.com
উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে

3:46 pm , September 1, 2024

নগরীতে যুবদলের মতবিনিময় সভায় মোনায়েম মুন্না
নিজস্ব প্রতিবেদক ॥ যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে।  তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার কিভাবে পালিয়ে গেছে সেই সাথে তার লোকজন পালাতে গিয়ে কিভাবে মারা যায় ও ধরা খায়। আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে সে জন্য যুবদল এমন কোন কাজ করবে না যাতে করে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়। গতকাল বিকেলে বরিশাল বিভাগীয় যুবদলের আয়োজনে নগরীর অশি^নী কুমার টাইন হলে বৈষম্যহীন,নিরাপদ,মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় যুবদলের সহ সভাপতি এইচ এম তছলিম উদ্দিন, বিভাগীয় যুবদল সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিপলু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান,মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাযহারুল ইসলাম জাহান, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT