3:45 pm , September 1, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে মনোয়ারা বেগম রুবি (৬৭) নামের শারিরিক ভাবে অসুস্থ এক বৃদ্ধা হারিয়ে গেছেন। গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বাকলার মোড় এলাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানান তার ছেলে মাসুম পারভেজ রুবেল। রুবেল বলেন, তার মা স্ট্রোক করে শারিরিক ভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন বিকেলে বাসার ছাদে বসে অবসর যাপন করতেন। শুক্রবার বিকেল সারে তিনটার দিকে প্রতিদিনের ন্যায় বাসার ছাদে বসে ছিলেন। ৪ টার দিকে তিনি বাসায় এসে দেখেন মা কে খুজে পাচ্ছেন না। এর পর আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ পরিচিত সব যায়গায় খুজেও মায়ের খোজ মেলেনি। বয়সের ভারে তার মা ঠিক ভাবে চলাফেরা করতে পারেন না। এছাড়া স্ট্রোকের রোগী হওয়ায় তার বেশিক্ষন কিছু মনে থাকে নাহ। মাকে খুজে পেতে সকলের সহায়তা কামনা করেছেন ছেলে মাসুম পারভেজ রুবেল। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি তার মায়ের খোজ পেয়ে থাকে তবে (০১৭৩১৮৩৪৪৮৭) নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।