গত ১৬ বছর জামায়াতে ইসলামী অপপ্রচারের শিকার হয়েছে গত ১৬ বছর জামায়াতে ইসলামী অপপ্রচারের শিকার হয়েছে - ajkerparibartan.com
গত ১৬ বছর জামায়াতে ইসলামী অপপ্রচারের শিকার হয়েছে

3:42 pm , September 1, 2024

আজকের পরিবর্তনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল
নিজস্ব প্রতিবেদক ॥ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে একক ভাবে অংশ গ্রহন করবে। দল যদি আমাকে বরিশাল সদর আসনে মনোনয়ন প্রদান করে তাহলে আমি নির্বাচন করতে প্রস্তুত আছি। আমার বিশ^াস বরিশালবাসী আমার দলের সাথে থাকবে। গতকাল আজকের পরিবর্তনের সাথে একান্ত সাক্ষাতকারে একথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল বরিশাল মহানগরের সাবেক আমির এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আগে দেশে অনুষ্ঠিত সব কটি নির্বাচনে জামায়াতে ইসলামী একক ভাবে অংশ গ্রহন করেছে এবং আশানুরুপ আসনে বিজয়ী হয়েছে। আগামী নির্বাচনেও আমাদের দল একক ভাবে নির্বাচনে অংশ গ্রহন করবে। তিনি বলেন দীর্ঘ দেড় যুগ আওয়ামীলীগ ছাড়া কেউ রাজনীতি করতে পারেনি। এখন প্রেক্ষাপট পাল্টে গেছে। আমাদের দল মানুষের পাশে থেকে রাজনীতি করতে চায়। আমাদের রাজনীতির মূল দিক হবে মানুষের জন্য রাজনীতি করা। তিনি বলেন গত ১৬ বছর জামায়াতে ইসলামী অপ প্রচারের শিকার হয়েছে। আমাদের যুদ্ধাপরাধীর দল বানানো হয়েছে। দেশের জনগন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিপক্ষ বানানো হয়েছে। আমরা পরিস্কার বলতে চাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে আমরা সংখ্যালঘু হিসাবে মনে করি না। তারাও এদেশের মানুষ ও নাগরিক। তাদের নাগরিক হিসাবে এদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ বিষয়টি নিশ্চিত করবে। আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী সকল দলকে সাথে নিয়ে রাজনীতি করতে চায়। সেক্ষেত্রে ইসলামী বা সমমনা দলগুলো যদি এক প্লাটফর্মে এসে রাজনীতি করতে চায় তাহলে উদ্যোগ নেয়া হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে তিনি বলেন আওয়ামীলীগ প্রশাসনের প্রতিটি রন্দ্রে রন্দ্রে অনিয়ম দূর্নীতি রেখে গেছে। যা রাতারাতি সাফ করা সম্ভব নয়। আমার বিশ^াস অন্তর্বর্তিকালীন সরকার সেই সাফ করার কাজটিই করছে। তাদের একটু সময় দিতে হবে এবং আমাদের দল সে সময়টুকু তাদের দিতে চায়।
প্রসঙ্গত এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি এবং বিএম কলেজ থেকে অর্থনীতিতে অনার্স এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি বাকসু থেকে ভিপি এবং ডাকসু থেকে পরিবহন সম্পাদক পদে নির্বাচনে অংশ গ্রহন করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT