কেমন যাচ্ছে বরিশালের বাজার দর! কেমন যাচ্ছে বরিশালের বাজার দর! - ajkerparibartan.com
কেমন যাচ্ছে বরিশালের বাজার দর!

3:52 pm , August 31, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বিভিন্ন বাজারে এক সপ্তাহের ব্যাবধানে ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে। স্থানে ভেদে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৫৫-১৬৫ টাকা করে। ডিমের সাথে সাথে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দামও। পেঁয়াজের কেজিতে বেড়েছে ৫-১০ টাকা। গতকাল শনিবার নগরীর বাজার রোডর বড় বাজার, পোর্টরোড বাজার, চৌমাথা বাজার সহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজারে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজন প্রতি ৫-১৫ টাকা বেড়েছে। কয়েকদিন আগেও ১৫০ টাকা ডজনে বিক্রি হতো এই ডিম। হাঁসের ডিমের ডজন ১৮০-২০০ টাকা, দেশি মুরগির ডিম হালি ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। কোন কোন জায়গায় তা রাখা হচ্ছে ৯০ টাকা পর্যন্ত। অন্যদিকে আগের সপ্তাহের তুলনায় বাজারে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ১০ টাকা করে বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৬০-১৭০ টাকা। কেউ পরিমানে বেশি নিলে তা ১৫০ টাকা রাখা হত। তবে সেই দর শনিবার সপ্তাহের শুরুর দিনে ছিল ১৭০-১৮০ টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়। দেশী ৫৫০-৫৭০, লেয়ার  ৩৩০-৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত ৮০০ টাকা, খাসির মাংস কেজি ১২শ টাকা। সবজির বাজারে দেখা গেছে মুখিকচুর কেজি ৫০-৬০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৬০ টাকা, কাকরোল ৫০ টাকা, পটোল ৪০ টাকা, ঢ্যাড়শ ৪০-৫০ টাকা, বড়বটি ৬০-৭০ টাকা, লাউ প্রতিটি ৪০-৫০ টাকা, পেপে প্রতি কেজি ৩০-৪০ টাকা, ধুন্দল ৫০-৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, ঝিঙে ৬০ টাকা এবং শসা ৪০-৫০ টাকায় বিক্র হচ্ছে। বাজারে ফুলকপি প্রতিটি ৪০-৫০ টাকা, পাকা টমেটোর কেজি প্রকারভেদে ১৫০-১৬০ টাকা এবং হাজর ১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। লেবুর হালি ১৫-৩০ টাকা, ধনে পাতা কেজি ৩৫০-৪০০ টাকা। কাচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। মিস্টি কুমড়া কেজি ৪০-৫০ টাকা। তবে গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫০ টাকা কমে কাচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। বাজারগুলোতে লাল শাকের আটি ১৫ টাকা, লাউ শাক ৩০ টাকা, মুলা শাক ১৫ টাকা, পালং শাক ১৫-২০ টাকা, কলমি শাক ১০ টাকা, পুই শাক ৩০ টাকা এবং ডাটা শাকের আটি ২০ টাকা। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজি ৫ টাকা বেড়ে হয়েছে ১২০ টাকা এবং আলু প্রতি কেজি ৬০ টাকা বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছের কেজি ১ হাজার থেকে ১১শ টাকা, ৭শ থেকে ৮শ গ্রামের ইলিশ ১৪শ থেকে ১৫শ টাকা এবং কেজি সাইজের ইলিশ বিক্রি হতে দেখা গেছে ১৭শ টাকা। চাষের শিং এর কেজি আকারভেদে ৩৫০-৫০০ টাকা, রুই মাছের কেজি আকারভেদে ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৮০০-১১শ টাকা, মৃগেল ৩৫০-৪০০ টাকা, পাঙাস ২১০-২৩০ টাকা, চিংড়ি ৮০০-১৪শ টাকা, বোয়াল ৫০০-৯০০ টাকা, কাতল ৪০০-৬০০ টাকা, পোয়া ৪৫০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, তেলাপিয়া ২২০, কই (চাষের)২২০-২৪০ টাকা, মলা ৬০০ টাকা, বাতাসি টেংরা ১৪শ টাকা, টেংরা ৬০০-৮০০ টাকা, কাছকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রুপচাঁদা ১২শ টাকা, বাইম ১২শ-১৪শ টাকা, দেশি কই ১২শ টাকা, শোল ৬০০-৯০০ টাকা, আইড় ৬৫০-৯০০ টাকা, বোল ৯০০ টাকা এবং কাইক্কা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT