বরিশালে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ বরিশালে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ - ajkerparibartan.com
বরিশালে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ

3:49 pm , August 31, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগরী কোতয়ালী উত্তর থানার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার নগরীর পূর্ব বগুড়া রোড জামে মসজিদে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। কোতোয়ালী উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও থানার সহকারি সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির অধ্যাপক সৈয়দ গোলাম গোফরান, জামায়াত নেতা আব্দুস সাত্তার,সৈয়দ মহব্বতুল্লাহ মাহেদ,মোকসেদুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ, হাফেজ আনোয়ার হোসাইন,আহমেদ বায়জীদ, জিল্লুর রহমান, শাহজাহান বিশ্বাস প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মহানগর আমির বলেন, আমাদেরকে গত ১৬টি বছর চরম জুলুম নির্যাতনের মধ্যে পার করতে হয়েছে। আমরা আমাদের সকল দুঃখ কষ্ট গুলো ভুলে গিয়ে এদেশের মানুষের সামনে দাঁড়িয়েছি। আজকে আমাদের কোন ক্ষোভ নেই কারো প্রতি কোন বিদ্বেষও নেই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নেব। আমাদের কোন ব্যক্তিগত স্বার্থে অথবা কোন স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা ইসলামী আন্দোলনে আসেনি। আমরা চাই দ্বীনের কথাগুলো মানুষের সামনে পৌঁছে দিতে। সেই সুযোগ আল্লাহতায়ালা করে দিয়েছেন আমরা মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বহুদিন এই সহযোগী সদস্য ভাইদের সামনে দাঁড়াতে পারিনি, কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেয়া হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহতাআলা আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন সেটা আমরা যথাযথ কাজে লাগানোর চেষ্টা করব করব, বিপদে আপদে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের বসে থাকা সুযোগ নেই। তারা সকল অবস্থায় যতটুকু সুযোগ পাবে ততটুকু কাজে লাগিয়ে আল্লাহ তাআলা মনোনীত দ্বীন(ইসলামের) কথা বলবে। আমরা প্রতিটি পাড়ায়,মহল্লায় মানুষের কর্ণ কুহরে দ্বীনের কথা ইসলামের সুশীতল শান্তির কথা বলবো। আমাদের বিশ্রামের জায়গা দুনিয়া নয় আমাদের মূল গন্তব্য মঞ্জিল মাকসুদের দিকে ধাবিত হবো, ইনশাআল্লাহ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT