4:04 pm , August 30, 2024
বিশেষ প্রতিবেদক ॥ ‘পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকার একবছরে চারবার বিদ্যুৎ আর ৪০ বার সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে। বাধ্য হয়ে আমরা এখন পাতা টোকাই কিংবা গাছ কেটে লাকড়ি বানিয়ে তা দিয়ে রান্না করি’। চরাদি ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবারের ঘরেই এখন কাঠ বা লাকড়ি দিয়ে রান্না হয় বলে জানালেন মকিমাবাদ এলাকার বাসিন্দা ফিরোজ খান। তিনি বলেন, বিদ্যুৎ বিল প্রতিমাসে ১৫০/২০০ টাকা বাড়তি হচ্ছে। কেন তা জানিনা। পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলে বলে বিদ্যুৎ ইউনিট প্রতি সরকারি যা রেট, তা-ই বিল করেন তারা। একটি সাড়ে বারো লিটার সিলিন্ডার আগে যখন রান্না শুরু করতাম তখন ৬০০-৮০০ টাকা ছিলো। এখন তা ১৪৫০ টাকা। তাহলে আমরা কীভাবে বাঁচবো? প্রায় একই কথা ও প্রশ্ন বরিশালের প্রতিটি গ্রামের সাধারণ মানুষের। তারা সবাই চায় বিদ্যুৎ ও সিলিন্ডার গ্যাসের দাম কমাতে। একইসাথে ভোলা থেকে পাইপলাইনের গ্যাস চান বরিশালবাসী।
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা, বাকেরগঞ্জের চরামদ্দি, চরাদি, দুধল ইউনিয়ন ঘুরে দেখা গেছে এসব এলাকার ঘরে ঘরে এখন লাকড়ির চুলোয় রান্না হচ্ছে। এমনকি শহর এলাকাতেও বাসাবাড়ির ছাদে মাটির চুলা বসিয়ে লাকড়ি কিনে এনে রান্না করছেন সাধারণ মানুষ। বরিশাল সিটি করপোরেশনের অধিকাংশ ওয়ার্ডে বেশিরভাগ বাড়িতে সিলিন্ডার গ্যাস থাকলেও রান্না হয় লাকড়ির চুলায়। ১৮০/২৫০ টাকা মণ লাকড়ি কিনে চলে যাবতীয় রান্নার কাজ। এমনকি চা দোকানসহ হোটেল রেষ্টুরেন্টেও এখন পাল্লা দিয়ে লাকড়ি ব্যবহার হচ্ছে যা আগামীতে পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে মনে করেন পরিবেশবিদরাও। পরিবেশ গবেষক রফিকুল আলম বলেন, লাকড়ি মানেই গাছ কাটা হচ্ছে। প্রতিদিন গড়ে শ দুয়েক গাছ কাটা হচ্ছে শুধু জ্বালানীর জন্য। এভাবে চলতে থাকলে অচিরেই পরিবেশ বিপর্যয় সৃষ্টি হবে। এজন্য সরকারি পদক্ষেপ জরুরী।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক রকিব উদ্দিন বলেন, শুধু রান্না নয়, আমাদের অভিযানে অনেক ইটভাটাকেও জরিমানা করা হয়েছে এই লাকড়ি ব্যবহারের জন্য। কেউ কেউ আবার সিলিন্ডার বোতলের দাম বৃদ্ধির পর থেকে বৈদ্যুতিক চুলা ব্যবহার করছিলেন। কিন্তু সেখানেও বিপত্তি বিদ্যুৎ বিলের লাগামহীন গতি। যেকারণে সাধারণ মানুষের দাবী দ্রুত সিলিন্ডার গ্যাস ও বিদ্যুৎ এর দাম কমানো হলে লাকড়ির উপর চাপ কমে যাবে। তাছাড়া এই বিদ্যুৎ ও জ্বালানি কমলে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমে আসবে বলে জানান বেশিরভাগ মানুষ।