4:02 pm , August 30, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ঐতিহ্যবাহী বটতলা হাজী উমর শাহ্ জামে মসজিদের পুন:নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং চেয়ার পার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় উপস্থিত ছিলেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা সরফুদ্দিন আহাম্মেদ বেগ, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, হাজী উমর শাহ্ জামে মসজিদের খতিব মাওলানা সানাউল্লাহ, মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সিব্বির আহাম্মেদ, ব্যবসায়ী সামসুল আলম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মসজিদের পক্ষ থেকে অগ্রনী ব্যাংক বটতলা শাখায় চলতি হিসাব নম্বর ০২০০০১৯৩৫২৬৮৭ আর্থিক সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।