মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মালেক তালুকদারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মালেক তালুকদারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ - ajkerparibartan.com
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মালেক তালুকদারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ

3:41 pm , August 29, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ চব্বিশ বছরের চাকুরি জীবনের প্রায় বাইশ বছর বরিশালে কর্মরত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মালেক তালুকদারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে। অসাদু উর্দ্বতন কর্মকর্তা সহ সাবেক স্বৈর সরকার খ্যাত আওয়ামীলীগের উচু পর্যায়ের নেতাদের ম্যানেজ করে চাকরির প্রায় পুরোটা সময় বরিশালে থেকে নানা অপকর্ম করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন বলে জানায় অভিযোগকারীরা। মাদক দিয়ে নিরাপরাধ ব্যাক্তিকে ফাঁসানোর দায়ে বরিশাল থেকে স্ট্যান্ড রিলিজ করা হলেও ঘুষের বিনিময়ে পূনরায় বরিশালেই কর্মরত রযেছেন ইন্সপেক্টর মালেক। প্রায় দুই যুগ বরিশালে থাকায় অপরাধিদের কাছ থেকে তৈরি করেছেন মাসিক চাঁদা বাণিজ্যের সিন্ডিকেট। নগরীর বিভিন্ন এলাকার মাদকের সিন্ডিকেট তার পরোক্ষ মদদে চলে আসছে বলে জানাগেছে। নেতাদের মন জোগাতে আওয়ামী লীগ বিরোধী নেতাকর্মীদের মাদক মামলায় ফাঁসিয়ে টাকা কামানোই ছিলো ইন্সপেক্টর মালেকের কাজ বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগিদের।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের স্কুল শিক্ষক খালেক তালুকদারের ছেলে মালেক তালুকদার। ১৯৯৯ সালের ১ সেপ্টেম্বর বরিশালে নিয়োগের মধ্যদিয়ে তার চাকরি জীবনের শুরু। এরমধ্যে গত তিনবছর আগে ইন্সপেক্টর মালেক নগরীর কাউনিয়া এলাকার এক যুবককে মাদক হাতে দিয়ে পেটানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার দায়ে তাৎক্ষণিক তাকে বদলি করা হয় কক্সবাজার। এরপর সেখানে দুই বছর দায়িত্ব্ পালন শেষে সিনিয়রদের ম্যানেজ করে ফের বরিশালে যোগদান করেন ইন্সপেক্টর মালেক। যোগদানের কয়েকমাস পরেই বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় এক যুবককে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করলে উপস্থিত এলাকাবাসী মারধর করে মালেকসহ ওই টিমের সকল সদস্যকে। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও এই বিতর্কিত ইন্সপেক্টর মালেক বাইশ বছর ধরে বরিশালেই কর্মরত রয়েছে। বরিশাল নগরীর বৈদ্যপাড়ায় গত তিনমাস আগে কিনেছেন কোটি টাকা মূল্যের প্লট। বরিশাল বিশ্ববিদ্যালয় সড়কেও কিনেছেন কয়েক কোটি টাকার সম্পদ। এছাড়া গ্রামের বাড়ি বাউফলেও করেছেন অঢেল সম্পদ। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতো বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই বিতর্কিত ইন্সপেক্টর মালেক তালুকদার। এজন্য মোটা অংকের টাকা পেতেন তিনি। আর কেউ আওয়ামী লীগের বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলে থাকলে পড়তে হতো মালেকের রোষানলে।
বরিশাল বিএম কলেজের ছাত্র ইলিয়াস বলেন, গত তিন বছর আগে এই বিতর্কিত ইন্সপেক্টর মালেক ও তার সাথে সাব-ইন্সপেক্টর ফাইজুল ইসলাম হাওলাদার হৃদয় আমার বাসায় আসে। তখন তারা বলেন, ‘তুই বিএনপি করো, তোকে আমাদের সঙ্গে যেতে হবে।’ তখন অনেক বাকবিতন্ডার পরে পনেরো হাজার টাকা দিলে চলে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মালেকের টিম। তারা যাওয়ার সময় ঐ ছাত্রের একটি চশমাও নিয়ে যায় সাব-ইন্সপেক্টর হৃদয়। ফাইজুল ইসলাম হাওলাদার হৃদয় বর্তমানে গৌরনদী সার্কেলে কর্মরত রয়েছে। তাছাড়া ইন্সপেক্টর মালেক তালুকদার উপজেলার দায়িত্বে থাকলেও বরিশাল নগরীতে সবসময় সাথে একজন কনস্টেবলকে নিয়ে করেন আটক বাণিজ্য।
তার এসব কর্মকান্ডের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়ে সংবাদটি থামাতে জোর লবিং তদবির চালান মালেক। ইন্সপেক্টর মালেকের বিষয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, শুধু মালেক নয়। এরকম আরও কতিপয় সদস্য রয়েছে যারা আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে তাদের তোষামোদ করে যুগের পর যুগ একই স্থানে কর্মরত আছে। আমরা এ বিষয়টি নিয়ে সিনিয়রদের জানানো হয়েছে। আশাকরি এসব অসাধু সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয় জানতে চাইলে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তানভীর হোসেন খান বলেন, আমি তো বরিশালে নতুন। তাই তার (মালেক) বিষয়ে কিছু জানা নেই। তবে এখন যেহেতু জানলাম খোঁজখবর নিয়ে সিনিয়রদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT