3:40 pm , August 29, 2024
বিশেষ প্রতিবেদক ॥ গুরুত্বপূর্ণ সড়কে ইজিবাইক ও অটোরিকশা নিষিদ্ধের দাবীতে নগরীতে বিক্ষোভ, অটোরিকশা ও ইজিবাইক চালকদের মারধর করেছে প্যাডল রিকশা চালকরা। ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কাকলীর মোড়ে এসে অবস্থান নেয় প্যাডেল রিকশা চালকদের একটি দল। এসময় তারা কাকলীর মোড় ও সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ মিছিল করে। তাদের দাবী নগরী গুরুত্বপূর্ণ সড়ক চৌমাথা থেকে সদর রোড, নতুন বাজার থেকে সদর রোড, বাংলা বাজার থেকে সদর রোড ও জেলখানা মোড় থেকে লঞ্চঘাট এলাকায় কোনো ইজিবাইক ও অটোরিকশা চলতে পারবে না। এ নিয়ে কথা-কাটাকাটি হলে ইজিবাইক ও অটোরিকশা চালকদের কয়েকজনকে আটকে মারধর করতে দেখা গেছে।
এ সময় কাকলীর মোড়ের দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কিংকর্তব্যবিমুঢ় হয়ে পরেন। তিনি বলেন, পর্যাপ্ত লোকবল না থাকার কারণে নগরীর সব পয়েন্টে ট্রাফিক পুলিশ এখনো কাজ শুরু করেনি। তাই সদর রোডে অটোরিকশা ও ইজিবাইক চলাচল থামানো যাচ্ছে না বলে জানান তিনি।