প্রায় দুইমাস পর ৩টি পণ্য নিয়ে হাজির হল টিসিবি প্রায় দুইমাস পর ৩টি পণ্য নিয়ে হাজির হল টিসিবি - ajkerparibartan.com
প্রায় দুইমাস পর ৩টি পণ্য নিয়ে হাজির হল টিসিবি

4:30 pm , August 28, 2024

বিশেষ প্রতিবেদক ॥ ভাদ্রের লাগাতার বর্ষণের সাথে নিত্য পণ্যের অগ্নিমূল্যে চরম দুর্ভোগে বরিশালের সাধারন মানুষ। চাল, ডাল আটা,চিনি আর ভোজ্য তেলের পরে ডিমের মূল্য বৃদ্ধি নতুন দুর্ভোগ সৃষ্টি করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিত্যপণ্যের বাজার সাধারন মানুষের নাগালে আনতে কঠোর মনোভাব নিয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনার আহবান জানিয়েছেন বরিশালের আমজনতা।
রাষ্ট্রীয় বানিজ্য সংস্থা টিসিবি’ও প্রায় দুমাস নিশ্চুপ থাবার পরে ২৭ আগষ্ট থেকে শুত্রমাত্র  ২ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল ও  ৩০টাকা কেজি দরে চাল বিক্রী কার্যক্রম শুরু করেছে। পাঁচ লক্ষাধিক জনসংখ্যার বরিশাল মহানগরীতে ১০৭ জন ডিলার মাত্র ৯০ হাজার মানুষের কাছে এসব পণ্য বিক্রী করছে। প্রায় ৯১ লাখ জনসংখ্যার এ অঞ্চলে মাত্র ৫ লাখ ৯৯ হাজার মানুষ টিসিবি পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। অথচ ইতোপূর্বে ডিলার ছাড়াও ট্রাকের মাধ্যমে যেকোন মানুষ টিসিবি পণ্য কেনার সুযোগ পেতেন। বিগত সরকার বছর দুয়েক আগে নির্দিষ্ট সংখ্যক মানুষকে কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য কেনার যে সুযোগ করে দিয়ে গেছে, সেখানে দলীয় লোকদের প্রধান্য দেয়ার অভিযোগ রয়েছে। বর্তমোনও বিগত সরকার আমলের তালিকাভূক্তদেরই টিসিবি’র পণ্য দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাও প্রায় দু মাস পরে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১শ টাকা লিটারে ২ লিটার ভোজ্য তেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মুসুর ডাল সরবরাহ করা হচ্ছে। চিনি সহ আরো কেয়েকটি পণ্যের কোন সরবরাহ নেই। তাও জুলাই মাসের প্রথম সপ্তাহের পরে আগষ্টের ২৭ তারিখ থেকে এসব পণ্য বিক্রী করছে টিসিবি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT