4:29 pm , August 28, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে একটি ভুবন চিলের বাচ্চা উদ্ধার করেছে বন্য প্রানী সংরক্ষক বিষয়ক সংগঠনের সদস্যরা ও বনবিভাগ। মঙ্গলবার নগরী থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়।
বনবিভাগের বরিশাল সদরে রেঞ্জের কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান, বরিশাল নগরের বগুড়া রোড বাংলাদেশ ব্যাংকের বিপরীতে একটি বৈদ্যুতিক খুটিতে ভুবন চিল বাসা করে ডিম দেয়। সেখানে একটি বাচ্চা জন্ম হয়। যে কোনভাবে বাচ্চাটি নিচে পড়ে। ওই বাচ্চাটি অপসোনিন কোম্পানীর এক শ্রমিক পেয়ে বাসায় নিয়ে লালন-পালন করে। ১৪ দিন পূর্বে বাচ্চাটি ছেড়ে দেয়া হয়। কিন্তু বাচ্চাটি ফিরে আসার পর বিক্রির জন্য ফেসবুকে ষ্ট্যাটাস দেয়। তখন বাচ্চাটি কেনার আগ্রহ প্রকাশ করে বন্যপ্রানী সংরক্ষন বিষয়ক সংগঠন এনিমেল ওয়েল ফেয়ার অব বরিশালের সমন্বয়ক সৈয়দা সাবিকুন নাহার তুবা। মঙ্গলবার দুপুরে চুক্তি অনুযায়ী বাচ্চাটি কিনতে যায়। তাদের কাছ থেকে খবর পেয়ে ভুবন চিলে বাচ্চাটি উদ্ধার করা হয়েছে। বাচ্চাটি অসুস্থ থাকায় সৈয়দা সাবিকুন নাহার তুবার হেফাজতে দেয়া হয়েছে। সুস্থ করার পর ছেড়ে দেয়া হবে।
রেঞ্জ কর্মকর্তা আরো জানান, যারা বাচ্চাটিকে বিক্রি করতে এসেছিলো তারা প্রানী সুরক্ষার আইন সম্পর্কে জানতো না। ভবিষ্যতে এ ধরনে কর্মকান্ড না করার মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।
এনিমেল ওয়েল ফেয়ার অব বরিশালের সমন্বয়ক সৈয়দা সাবিকুন নাহার তুবা জানান, বর্তমানে তার হেফাজতে বাচ্চাটি রয়েছে। সুস্থ হলে দুলর্ভ প্রজাতির এ বাচ্চাটিকে মুক্ত করে দেয়া হবে।#