4:20 pm , August 28, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ মাওলানা মোমতাজুল করিম মোস্তাক গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। চরমোনাইর মরহুম পীর সাহেবের বড় সাহেবজাদা ও বর্তমান পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বড় ভাই হজরত মাওলানা মোমতাজুল করিম মোস্তাক এর নামাজে জানাজা বুধবার দুপুরে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠানের পর দাফন সম্পন্ন হয়েছে। বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসুল্লী এ নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম নামাজে জানাজায় ইমামতি করেন। তিনি মৃত্যুকালে ৩ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।