চরমোনাই দরবার শরিফের বড় সাহেবজাদার দাফন সম্পন্ন চরমোনাই দরবার শরিফের বড় সাহেবজাদার দাফন সম্পন্ন - ajkerparibartan.com
চরমোনাই দরবার শরিফের বড় সাহেবজাদার দাফন সম্পন্ন

4:20 pm , August 28, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মাওলানা মোমতাজুল করিম মোস্তাক গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। চরমোনাইর মরহুম পীর সাহেবের বড় সাহেবজাদা ও বর্তমান পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বড় ভাই হজরত মাওলানা মোমতাজুল করিম মোস্তাক এর নামাজে জানাজা বুধবার দুপুরে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠানের পর দাফন সম্পন্ন হয়েছে। বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসুল্লী এ নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম নামাজে জানাজায় ইমামতি করেন। তিনি মৃত্যুকালে ৩ পুত্র ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT