4:18 pm , August 28, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মারুফ হোসাইনের খুনিদের বিচার দাবি এবং বরিশাল কাজিরহাট ভাষানচর-কদমতলীতে নবনির্মিত শেখ হাসিনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ মারুফ সেতু নামকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার শত শত মানুষ।
গতকাল বিকেল চারটায় সেতুর উপর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ঢাকার মেরুন বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির পাশে ১৯ জুলাই সন্ধ্যা ছয়টায় পুলিশের গুলিতে মারুফ হোসাইন নিহত হন। তার গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের হেসামদ্দি গ্রামে। মারুফ হোসাইন কাজিরহাট একতা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল আহসান, শহীদ মারুফের বাবা ইদ্রিস বক্স মাহবুব আলম সহ পাঁচ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।