আগৈলঝাড়ায় বেতন না পাওয়ায় এনজিও কর্মচারীদের মানববন্ধন আগৈলঝাড়ায় বেতন না পাওয়ায় এনজিও কর্মচারীদের মানববন্ধন - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় বেতন না পাওয়ায় এনজিও কর্মচারীদের মানববন্ধন

4:18 pm , August 28, 2024

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় এনজিও’র পরিচালনা পরিষদের দ্বন্দ্বের কারনে ৫ মাস ধরে বেতন পাচ্ছে না ১৬ জন কর্মকর্তা-কর্মচারী। মানবেতর জীবনযাপন করছে বেতনা না পাওয়া ১৬টি পরিবার।
বাংলাদেশ মিশন সার্ভিস (বর্তমান নাম ডক্টর জন নিহার রঞ্জন বিশ^াস সেমিনারী এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এর ৫ মাস ধরে বেতন বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা  গতকাল বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় মানববন্ধন করা কর্মকর্তা-কর্মচারীরা এনজিওতে অবৈধভাবে কর্মী প্রত্যাহার ও ১৬ জন কর্মকর্তা-কর্মচারী দীর্ঘ ৫ মাস যাবৎ বেতন না পাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কর্মকর্তা ও কর্মচারীরা জানান, মিশন সার্ভিস নামে একটি এনজিও দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে আসছে। তাদের এনজিওতে ২৮জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছে। এনজিও‘র পরিচালক নিহার রঞ্জনের মৃত্যুর পরে তার স্ত্রী নওমী এন বিশ^াস পরিচালনা করে আসছে। নওমী এন বিশ^াস এনজিও পরিচালনার দায়িত্ব নেওয়ার পরই আগৈলঝাড়া আস্কর বাংলাদেশ মিশন সার্ভিস বর্তমান নাম ডক্টর জন নিহার রঞ্জন বিশ^াস সেমিনারী এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর কর্মকর্তা ও কর্মচারীরা দুইভাগে বিভক্ত হয়ে যায়। এক গ্রুপের নেতৃত্বে রয়েছে ওই এনজিওর ম্যানেজার মঞ্জু বালা ও আরেক গ্রুপের নেতৃত্বে রয়েছেন বর্তমান স্থানীয় পরিচালক  মিল্টন বিশ^াস। মিল্টন গ্রুপের ১২জন কর্মকর্তা-কর্মচারী বেতন পেলেও মঞ্জুবালা গ্রুপের ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায়।
দরিদ্র ১৬জন কর্মকর্তা-কর্মচারীরা ৫ মাস ধরে বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। মঞ্জু বালার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মিশন সার্ভিসের ডেভেলপমেন্ট কর্মকর্তা মাজহারুল ইসলাম নিপু, কর্মচারী পুরহিত আশীষ হালদার, ধলু ভাঙ্গা, অলি কর্মকার, লাকী মিত্র, রঞ্জন রায়।
এ বিষয়ে অপর গ্রুপের প্রধান মিল্টন বিশ^াস বলেন, আমিসহ ৩-৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন অপর পক্ষের মাজহারুল ইসলাম নিপু। ওই মামলা এনজিও’র পরিচালক তুলে নেওয়ার অনুরোধ করলেও তারা মামলা তুলে নেয়নি। এছাড়াও এনজিও’র কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ৭ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে মঞ্জু বালা ও নিপু আত্মসাৎ করেন। একারনে কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে।
অপরদিকে ম্যানেজার মঞ্জু বালা বলেন, অবৈধভাবে কর্মী প্রত্যাহার ও ১৬ জন কর্মকর্তা-কর্মচারী তারা দীর্ঘ ৫ মাস ধরে বেতন না পাওয়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। অতিদ্রুত এই বেতনের টাকা পরিশোধ না করলে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT