পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতা মেহেদী হাসান কে ঢাকায় প্রেরন পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতা মেহেদী হাসান কে ঢাকায় প্রেরন - ajkerparibartan.com
পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতা মেহেদী হাসান কে ঢাকায় প্রেরন

4:02 pm , August 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বরিশাল নগরীতে পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতা মেহেদী হাসান (২২) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ঢাকার চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদী হাসানের চিকিৎসার খরচ বহনের দায়িত্বে নেওয়া বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। তিনি বলেন । মীর জাহিদুল কবীর জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মেহেদী হাসানের উন্নত চিকিৎসার সকল ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছিলাম। গত ২২ দিন ধরে মেহেদী হাসান গত ২২ দিন ধরে চিকিৎসা গ্রহন করছিলেন। কিন্তু সার্বিক উন্নতি হচ্ছিলো না। যে কারনে তাকে চিকিৎসকদের পরামর্শে ২৬ আগস্ট ঢাকায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ঢাকার চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট নগরীর করিম কুটির এলাকায় মিছিলে পুলিশের গুলিবর্ষণে ছাত্রদল নেতা মেহেদী হাসানের শরীরে একাধিক গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মেহেদীর শরীর ও মাথায় একাধিকবার অস্ত্রপাঁচার করে সাতটি গুলি বের করা হলেও তারা চোখের মনিতে বিদ্ধ গুলিটি বের করা সম্ভব হয়নি। শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য মেহেদীর পরিবারকে পরামর্শ দিলেও অর্থাভাবে তার (মেহেদী) চিকিৎসা হচ্ছিলোনা। ঠিক তখনই এই পরিবারের পাশে দাড়ান মীর জাহিদুল কবির জাহিদ।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT