চরফ্যাসনে মেঘনা নাদীর তীর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চরফ্যাসনে মেঘনা নাদীর তীর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - ajkerparibartan.com
চরফ্যাসনে মেঘনা নাদীর তীর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

4:14 pm , August 26, 2024

চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনের মেঘনা নদীর তীর থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের মেঘনা নদীর তীরে আটকে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে চরফ্যাসন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে দুপুরে ভোলা মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, মেঘনা নদীর তীরের ঢালে আটকে থাকা অবস্থায়  অজ্ঞাত বস্ত্রহীন অর্ধগলিত একটি মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা গ্রাম পুলিশকে খবর দেয়। ওই এলাকার গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত বস্ত্রহীন থাকায় তার কোন পরিচয় সনাক্ত করা যায়নি। তবে মরদেহটি একটি যুবকের সেটা প্রাথমিকভাবে জানাগেছে।
চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরিচয় ও মৃত্যুর কারণ জানা যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT