আজ থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি আজ থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি - ajkerparibartan.com
আজ থেকে নগরীতে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

4:11 pm , August 26, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আজ থেকে নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। পণ্য হিসাবে যথারীতি থাকছে চাল,ডাল ও তেল। পণ্যের মত দাম একই থাকছে। টিসিবির বরিশাল আঞ্চলিক অফিস প্রধান (সহকারী পরিচালক) শতদল মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে চলতি মাসে পণ্য দিতে কিছুটা বিলম্ব হলো। মঙ্গলবার  থেকে একই নিয়মে একই মূল্যে পণ্য বিক্রি শুরু হবে। ইতোমধ্যে সকল ডিলারদের কাছে পণ্য পৌঁছে গেছে। একজন ক্রেতা ৩০ টাকা দরে ৫ কেজি চাল,১০০ টাকা দরে ২ কেজি সয়াবিন তেল এবং ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল কিনতে পারবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT