মাটির ব্যাংকে জমানো টাকা বন্যার্তদের দান করল দুই শিশু মাটির ব্যাংকে জমানো টাকা বন্যার্তদের দান করল দুই শিশু - ajkerparibartan.com
মাটির ব্যাংকে জমানো টাকা বন্যার্তদের দান করল দুই শিশু

4:14 pm , August 24, 2024

বিশেষ প্রতিবেদক ॥ ডাঃ মনীষা চক্রবর্তীর আহ্বানে সাড়া দিয়ে দুই শিশু তাদের মাটির ব্যাংকে জমানো টাকা ঢেলে দিলেন গণত্রান সংগ্রহের বাক্সে। ২৪ আগস্ট শনিবার দুপুরে বরিশালের অশ্বিনী কুমার টাউনহলের সামনে বাসদ আয়োজিত গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে এসে নিজেদের জমানো টাকার ব্যাংক ভেঙে ফেলেন শিশু আসফি মাসরিব ও আরসিয়া মুনজারিন। বরিশালের কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা এস এম রাসেল কবির এর দুই শিশু সন্তান আরসিয়া ও আসফি। আরসিয়া বলেন, আমরা শুনেছি দান করলে আনন্দ পাওয়া যায়। তাই আমরা আনন্দের অংশিদার হয়েছি। বন্যার্ত মানুষের জন্য আমাদের দীর্ঘ দিনের জমানো পাঁচ টাকার সব কয়েন রয়েছে এই মাটির ব্যাকে বলে জানায় আরসিয়া।
সদর রোডে অশ্বিনী কুমার টাউনহলের সামনে বাসদ আয়োজিত গণত্রান সংগ্রহ টেবিলে এসে তারা মাটির ব্যাংক ভেঙে ফেলে ও সব কয়েন জড়ো করে দানবাক্সে তুলে দেয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের ঘীরে হাততালি দিতে থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT