মুলাদীতে মারধরে গৃহবধুর গর্ভপাত ! মুলাদীতে মারধরে গৃহবধুর গর্ভপাত ! - ajkerparibartan.com
মুলাদীতে মারধরে গৃহবধুর গর্ভপাত !

3:38 pm , August 24, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে পারিবারিক কলহের জেরধরে এক গৃহবধুকে মারধর করায় গর্ভপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্বহোসনাবাদ গ্রামের হারেছ সরদারের স্ত্রী রিনা আক্তারকে মারধর করা হয়। হারেছ সরদারের তিন ভাই ও ভাইয়ের স্ত্রীরা মারধর করায় রিনা আক্তারের গর্ভপাত হয়েছে বলে অভিযোগ করেছেন হারেছ।
এঘটনায় গতকাল শনিবার দুপুরে হারেছ বাদী হয়ে ৬জনকে আসামি করে মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন। অপরদিকে রিনা আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু টাকার অভাবে স্ত্রীকে উন্নত চিকিৎসা দিতে পারছেন না বলে জানান হারেছ সরদার। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, হারেছের তিন ভাই পিতার জমি থেকে বঞ্চিত করতে বিভিন্নভাবে চেষ্টা চালায়। এতে তার স্ত্রী রিনা বেগম বাধা দিলে কলহের সৃষ্টি হয়। হারেছ সরদার জানান, কলহের জেরধরে ২০ আগস্ট বিকেলে রিনা আক্তারের সঙ্গে তার ভাই হিরণ সরদার, জসিম সরদার, মহসিন সরদার তুচ্ছ কথা নিয়ে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তিন ভাই ও তাদের স্ত্রীদের এলোপাথাড়ি মারধরে রিনা আক্তার গুরুতর আহত হন। াকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রিনাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। মুলাদী হাসপাতালের চিকিৎসক কাজী মাঈনুল হাসান বলেন, রিনা আক্তার ৮ সপ্তাহের বেশি সময়ের গর্ভবতী ছিলেন। তলপেটে আঘাতের ফলে তা নষ্ট হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় রোগীর জটিলতা সৃষ্টি হতে পারে। এব্যাপারে হারেছের বড় ভাই মহসিন সরদার ভাইয়ের স্ত্রীকে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, পারিবারিক কলহের জের ধরে কথার কাটাকাটি ও হাতাহাতিতে রিনা আক্তার অসুস্থ হয়ে পড়েছিলো। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, গৃহবধুকে মারধর করে গর্ভপাতের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT