ভারতের সাথে নতজানু নীতি পরিহার ও বন্যা প্লাবিত এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণার দাবী বাসদের ভারতের সাথে নতজানু নীতি পরিহার ও বন্যা প্লাবিত এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণার দাবী বাসদের - ajkerparibartan.com
ভারতের সাথে নতজানু নীতি পরিহার ও বন্যা প্লাবিত এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণার দাবী বাসদের

3:35 pm , August 24, 2024

বিশেষ প্রতিবেদক ॥ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে নতজানু নীতি পরিহার করার আহ্বান জানিয়ে বন্যা প্লাবিত এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণার দাবী জানিয়েছে বরিশাল বাসদ নেতৃবৃন্দ। পাশাপাশি পানিবন্দী মানুষকে দ্রুত উদ্ধার, পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। ২৪ আগস্ট শনিবার অশ্বিনী কুমার টাউনহলের সামনে অনুষ্ঠিত বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্তী।  তিনি বলেন, বন্যার্তদের রাষ্ট্রীয় উদ্যোগে অতিদ্রুত উদ্ধার কাজ শুরু করে গণত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। সাথে সাথে বন্যা কবলিত এলাকাগুলো চিহ্নিত করে ‘উপদ্রুত এলাকা’ হিসেবে ঘোষণা করে দীর্ঘমেয়াদি কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এসময় ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করার আহ্বান জানিয়ে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ-ভারতকে যুক্ত করে ৫৪টি নদী বয়ে চলছে। ১৯৬৬ সালের আন্তর্জাতিক নদী আইন নীতিমালা অনুযায়ী নদীতে বাঁধ দেয়া যায় না। অথচ ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রকৃতির গতিকে রোধ করেছে বাঁধের মাধ্যমে। এবারেও কোন পূর্বাভাস ছাড়া বাঁধের গেট খুলে দেয়ার কারণে এই ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ।
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারসহ আরো অনেকে। সমাবেশ পরিচালনা করেন বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা আরো বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে পদত্যাগকৃত স্বৈরাচারী হাসিনা সরকার গদি রক্ষা ও ব্যক্তিগত নিরাপদ আশ্রয়ের জন্য দেশের স্বার্থ উপেক্ষা করে নতজানু নীতিমালা গ্রহণ করেছিল। জনগণ প্রত্যাশা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। এসময় ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করার আহ্বান জানান বক্তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT