3:51 pm , August 23, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বন্যার্তদের সহায়তার জন্য প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম ঠিকাদার এম. খান গ্রুপের চেয়ারম্যান মাহফুজ খান। আজ শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দপদপিয়া সেতুর সকল ধরনের টোল ভাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের বন্যা দুর্গতদের ফান্ডে যুক্ত করা হবে। এম. খান গ্রুপের চেয়ারম্যান মাহফুজ খান গতকাল আজকের পরিবর্তনকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া বন্যা দূর্গতদের সহায়তার জন্য ইতিমধ্যে বিএম কলেজের শিক্ষার্থীদের বন্যা দুর্গতফান্ডে ৫০ হাজার এবং বরিশাল বিশ্ববিদ্যালয় দুর্গতফান্ডে নগদ ৫০ হাজার টাকা নগদ অনুদান দেওয়া হয়েছে বলে তিনি আজকের পরিবর্তনকে জানিয়েছেন।