বিএনপি সমর্থক ব্যবসায়ীর উপর বিএনপি নেতার হামলা বিএনপি সমর্থক ব্যবসায়ীর উপর বিএনপি নেতার হামলা - ajkerparibartan.com
বিএনপি সমর্থক ব্যবসায়ীর উপর বিএনপি নেতার হামলা

3:37 pm , August 23, 2024

গৌরনদী প্রতিনিধি ॥ গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিএনপি সমর্থক এক ব্যবসায়ীর উপর বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা ও তার সহদর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার আহত ব্যবসায়ী বেলায়েত হোসেন বাদি হয়ে বিএনপি নেতা ও তার সহদরসহ তিন জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, টরকী বন্দরের ব্যবসায়ী বিএনপি সমর্থক বেলায়েত হোসেন বেল্লালের (৪৮) সাথে একই বন্দরের ব্যবসায়ী আওয়ামীলীগ সমর্থক সুদেব মন্ডলের (৪৫) পুরানো একটি লেনদেন নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্দরের অপর ব্যবসায়ী দিলিপ মন্ডলের দোকানে বসে বেলায়েত হোসেন বেল্লালের সাথে সুদেব মন্ডলের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বেলায়েত হোসেন অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১২টর দিকে আমার সাথে ব্যবসায়ী সুদেব মন্ডলের  ঝগড়াঝাটি চলাকালীন সময়ে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য চুন্নু সরদার (৩২) ও তার সহদর স্বপন সরদার (২৫) সুদেব মন্ডলের পক্ষ অবলম্বন করে লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে। প্রকাশ্যে হামলার ঘটনা বাজারের শত শত মানুষ দেখলেও বিএনপি নেতা ও তার ভাইর ভয়ে কেউ এগিয়ে আসেনি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন ও স্বজনরা আমাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য চুন্নু সরদার বলেন, ব্যবসায়ী বেলায়েত হোসেন অপর ব্যবসায়ী সুদেব মন্ডলকে গালিগালাজ করছিল আমি প্রতিবাদ করায় আমাকেও গালিগালাজ করে পরে আমি তাকে চর থাপ্পর মেরেছি। পিটিয়ে আহত করার অভিযোগ সঠিক নয়। এ প্রসঙ্গে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, লিখিত কোন অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT