আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ঝালকাঠি থানায় তিন মামলা আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ঝালকাঠি থানায় তিন মামলা - ajkerparibartan.com
আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ঝালকাঠি থানায় তিন মামলা

3:36 pm , August 23, 2024

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিবেদক ॥ বিএনপি’র কার্যালয়ে অগ্নিসংযোগ, দলটির সদস্য সচিবের বাসায় হামলা এবং আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটনায় সদর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক শাসকদল আওয়ামীলীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। বিএনপি দলীয় নেতারা জানায়, ‘সাবেক স্বৈরাচার সরকারের আমলে হামলাকারীদের বিরুদ্ধে কোনরকম আইনী সহায়তা না পাওয়ায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঝালকাঠিতে এই মামলা গুলো দায়ের করা হয়েছে।’ থানা পুলিশ, মামলার বাদি এবং এজাহার সুত্রে জানাগেছে, ‘হাসিনার পতনের আগেরদিন গত ৪ আগষ্ট রোববার বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির আমতলা সড়কের কার্যালয়টি আগুনে পুরে দেয় সাবেক সরকার দলীয় নেতা কর্মীরা। ঐ ঘটনায় ১৫ আগষ্ট বৃহস্পতিবার সদর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঝালকাঠি পৌর কমিটির সাধারন সম্পাদক আনিসুর রহমান তাপু বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে অজ্ঞাত নাম পরিচয়ে আরো ৫০ থেকে ৬০ জড়িত ছিলো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এই মামলা দায়েরের ঠিক ৬ দিন পরেই ২২ আগষ্ট একই থানায় পৃথক ঘটনায় আরো দু’টি মামলা দায়ের করা হয়। এ মামলার তথ্যানুযায়ী একটিতে ৬০ জন এবং  অপরটিতে ২০০ জনকে আসামী করা হয়েছে। এজাহার অনুযায়ী যেটি জানা গেছে তাহলো, ২০১৪ সালের ২৭ জানুয়ারী ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন ইস্যুতে সমিতির কক্ষের ভিতর বোমা বিস্ফোরণ করা হয়েছিলো। ঐ ঘটনায় গতকাল ২২ আগষ্ট রাতে ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৪ জিআর নং ২০০/২৪। এই মামলার বাদি হয়েছেন এডভোকেট মু. শামীম আলম। একই দিন সদর থানায় আরেকটি মামলা রুজু হয়েছে। যেটির বাদি হয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন। ২০২৩ সনের ২৯ অক্টোবর সকাল ১০ টায় বাদির বাসায় হামলা ভাংচুরের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছে। এতে স্থানীয় আওয়ামীলীগের ৩০ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামী করা হয়েছে। আলাদা মামলায় এজাহারে যাদেরকে অভিযুক্ত করে আসামী করা হয়েছে তারা হলেন, জেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মো. হাফিজ আল মাহমুদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কুমার কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, জেলা আওয়ামীলীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি আব্দুল মান্নান রসুল, মো. রিপন তালুকদার, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর মো. কামাল শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু, গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মাসুম, এ্যাড. মোস্তাফিজুর রহমান মনু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সঞ্জয় মিত্র, এ্যাড. কার্তিক চন্দ্র দত্ত, এ্যাড. এম আলম খান কামাল, এ্যাড. জিকে মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: মানিক হাওলাদার, রাহাত মোল্লা এবং জেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক আলফি শাহরুন শুভসহ আরো অনেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT