বরিশাল মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় বরিশাল মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় - ajkerparibartan.com
বরিশাল মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময়

3:37 pm , August 22, 2024

পরিবর্তন ডেস্ক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরীর দায়িত্বশীলদের সাথে ইসলামী ছাত্রশিবিরের মহানগর দায়িত্বশীলদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় এক মিলনায়তনে বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, মাওলানা হাসান আতিক প্রমুখ নেতৃবৃন্দ। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ, শিবির নেতা আমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মহানগর আমির বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে অর্থবহ করতে হবে। এদেশের জনগণ ও ছাত্র সমাজ চরম জুলুম নির্যাতনের মধ্যেও এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছে এবং অনেক সেক্রিফাইসের মাধ্যমে এই বিপ্লব সফল করে তুলেছে। ছাত্রশিবিরকে অধ্যয়ন ও ক্যাম্পাসে ছাত্রদের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে। নিজেদেরকে দেশের জন্য সম্পদ হিসেবে তৈরি করতে হবে। সাধারণ ছাত্রদের অ্যাকাডেমিক বিষয়গুলোতে সামগ্রিক সহযোগিতা করতে হবে। ছাত্র ও বৃহত্তর আন্দোলনে দায়িত্ব পালন করা সকল দায়িত্বশীলদেরকে গণমুখী চরিত্রের অধিকারী হতে হবে, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। ছাত্র-জনতার এ সফল বিপ্লবের পরে ছাত্ররা যাতে আবার দ্রুত পড়ার টেবিলে ফিরে যেতে পারে সেক্ষেত্রে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT