বরগুনার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ছেলের বিরুদ্ধে মামলা বরগুনার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ছেলের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
বরগুনার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ছেলের বিরুদ্ধে মামলা

4:35 pm , August 21, 2024

শেখ হাসিনার সাথে ফোনালাপের ভিডিও প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ॥ দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা বরগুনার সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে নালিশী মামলা করা হয়েছে।
মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক।
বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক বুধবার নালিশী মামলায় আনা অভিযোগ তদন্ত করে বরগুনা সদর থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন ।
মামলার বিবাদী হলেন-বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির ও তার ছেলে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আদনান অনিক।
আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নালিশী আবেদনে আসামী মো. জাহাঙ্গীর কবির ও জুবায়ের আদনান অনিক তাদের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভিডিও কলে কথা বলার বার্তা পরস্পররে নিজ নিজ মোবাইল নম্বর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের প্রয়োজন। আসামীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আছে কিনা সেই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বরগুনা সদর থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। নালিশীতে বাদী অভিযোগ করেছেন, গত ১২ আগষ্ট রাত আটটা ১০ মিনিটে আসামী জাহাঙ্গীর কবির বরগুনা পৌর এলাকার আমতলার পাড় সড়কের নিজ বাসভবনের ড্রয়িং রুমে বসে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনালাপ করে। সেখানে জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন আপা আপনি ঘাবড়াবেন না, মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি। যা প্রয়োজন তা করবো। শেখ হাসিনা বলেন আমি ঘাবড়াবো কেন। আমি ভয় পাইনি। আপনারা দেখছে আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পড়ে মেরেছে। আরো অনেক কথাবার্তা বলেছে। পরে মোবাইলে ধারন করে ফেইসবুকে প্রকাশ করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। যা দেশ ও জন সাধারনের জন্য অপূরনীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা বিরাজ করছে। বেঞ্চ সহকারী আরো জানান, মামলায় মোট ৩১ জনকে আসামী করা হয়েছে। কিন্তু বাকি ২৯ জনের বিরুদ্ধে কোন তথ্য প্রমানাদি না দেয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়নি। তাদের মামলা থেকে অব্যহতি দিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT