4:29 pm , August 21, 2024

ভোলা প্রতিবেদক ॥ পিলখানায় বিডিআর বিদ্রোহ, গুম ও গণহত্যার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে ভোলায় যুব ও ছাত্রদল পৃথক সমাবেশ-বিক্ষোভ মিছিল করেছে।
গত ২১ আগস্ট বেলা সাড়ে ১১টায় শহরের সার্কুলার রোডস্থ জেলা যুবদল কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন,সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম,সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বেলা ১২টায় শহরের মহাজনপট্টিস্থ জেলা ছাদত্রদল কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয় । মিছিলটি সদর রোড,বাংলাস্কুল মোড় ও নতুন বাজার হয়ে একই স্থানে শেষ হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারন সম্পাদক আলামিন মিছিলের নেতৃত্ব দেন। এসময় তারা পিলখানায় বিডিআর হত্যাকান্ড,গুম-খুন, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের নির্বিচারে হত্যা,গত ১৫বছরে বিচার বহির্ভূত সব হত্যাকান্ডের বিচারের দাবীতে স্লোগান দেন।