4:10 pm , August 20, 2024
গৌরনদী প্রতিবেদক ॥ শিক্ষার্থীদের চাপের মুখে প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ করেছেন গৌরনদীর মাহিলাড়া এ,এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারী। মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খানের কাছে পদত্যাগপত্র জমা দেন। সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া এ,এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাসষ্ট্যান্ডে একঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। পরবর্তিতে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে পুনরায় আন্দোলনের ঘোষনা দিয়ে সড়ক থেকে চলে যায় শিক্ষার্থীরা। ৪৮ ঘন্টার সময়সীমা পার হওয়ার আগেই মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারী পদত্যাগের ঘোষনা দেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খানের কাছে পদত্যাগপত্র জমা দেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে অবরোধ করেছে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এর সাথে সংহতি প্রকাশ করে অবরোধে অংশ নেয় পাশ্ববর্তি মাহিলাড়া কলেজের শিক্ষার্থীসহ শত শত এলাকাবাসি। ২০১২ সালের ১৩ আগষ্ট প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার প্রনয় কান্তি অধিকারী। যোগদানের পরে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাপট দেখিয়ে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী করেন এবং দাপট দেখিয়ে স্কুলে কার্যক্রম পরিচালনায় অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা করে এক ক্ষমতাধর ব্যক্তিতে পরিনত হন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান পদত্যাগের কথা স্বীকার করে বলেন, ছাত্র ছাত্রী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে ও নানা অভিযোগের কারনে প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারী পদত্যাগ করেছেন। সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।