4:04 pm , August 19, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ জুলাই অভ্যুত্থানে নিহত শ্রমজীবীসহ সকল হত্যার বিচার, নিহত-আহত শ্রমিক পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরন দেয়া সহ বিভিন্ন দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে তারা। এতে রিকশা ব্যাটারী চালিত রিকশা, ভ্যান ইজিবাইক, সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরাও যোগ দেন। এ সময় ব্যাটারী চালিত যানবাহনের বিআরটিএ লাইসেন্স প্রদান, চাঁদাবাজি বন্ধ, পার্কিং স্ট্যান্ড নির্মানেরও দাবি জানান। আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক। বক্তব্য রাখেন, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক সুজন আহমেদ প্রমূখ। এর আগে দাবি আদায়ে নেতৃবৃন্দরা নগরীতে লাল পতাকা মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সমাবেশ করে।